করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার বাসায় ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা এবং একজন টেকনোলজিস্ট প্রবেশ করেছেন।
Advertisement
রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার পর তারা খালেদা জিয়ার গুলশানের ভাড়াবাসা ফিরোজায় প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার পর থেকে পৌনে দশটার মধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ শাকুর খান এবং ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট সবুজ প্রবেশ করেন।
এর আগে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।
Advertisement
এরপর থেকে চিকিৎসকরা তার বাসায় গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।
কেএইচ/এমএইচআর
Advertisement