করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে চলাচল করতে পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হচ্ছে। কিন্তু আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে এই পাসের আওতামুক্ত থাকতে চান।
Advertisement
এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রোববার (১৮ এপ্রিল) এ চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘করোনা মহামারি মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। কিন্তু লকডাউনেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ, দায়রা আদালতসমূহ এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় সব মেট্রোপলিটন এলাকাসহ প্রত্যেক জেলাতে শারীরিক উপস্থিতির মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালত খোলা রয়েছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে। লকডাউনে স্বাভাবিক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনকালে বিড়ম্বনায় পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে আইনজীবীরা যেন নির্বিঘ্নে চলাচল করে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
Advertisement
এর আগে লকডাউন চলাকালে সারাদেশে আইনজীবীদের ‘মুভমেন্ট পাস’-এর আওতামুক্ত রাখার নির্দেশনা জারি করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এরপর যদিও পুলিশের হেড কোয়ার্টার থেকে ওয়ারলেসের মাধ্যমে ঘোষণা দিয়ে রাস্তায় আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত রাখার জন্য বলা হয়েছে। কিন্তু আইনজীবীরা বলছেন, ‘বিজ্ঞপ্তি দিয়ে জানানোর পরেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে হয়রানি করেন। ওয়ারলেস দিয়ে ঘোষণা করলেই কী বাহিনীর সবাই অবগত হবেন?’
এফএইচ/এমআরআর/জিকেএস
Advertisement