আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্প, অনুভূত দেশের পার্বত্যাঞ্চলেও

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য চিনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটিসহ পার্বত্যাঞ্চলেও।

Advertisement

রোববার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সময় দুপুর ১টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে) চিনের হাকা শহরের ৬১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

এদিকে ভূম্পিকম্পটি অনুভূত হয়েছে বান্দরবান, রাঙ্গামাটিসহ দেশের পার্বত্যাঞ্চলেও। সেখানকার বাসিন্দারা এই কম্পন অনুভূত হওয়ার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এইচএ/জিকেএস