কিশোরগঞ্জ সদর উপজেলায় নকল ব্র্যান্ডরোল সম্বলিত বিড়ি সরবরাহের অভিযোগে মানিক বিড়ি নামের একটি কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
Advertisement
রোববার (১৮ এপ্রিল) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হাসান সৌরভ।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি বাড়ির ভেতরে নকল ব্র্যান্ডরোলযুক্ত মানিক বিড়ি তৈরি করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। নকল ব্রান্ডরোল, ১০ লাখ শলাকা বিড়ি ও ৩৩ বস্তা তামাক জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। একই সময় বিড়ি কারখানার ম্যানেজার সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নূর মোহাম্মদ/এসজে/জেআইএম
Advertisement