আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলায় একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে একই পরিবারের আটজন সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

Advertisement

নানগারহারের গভর্নর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো ভাই মারা গেছেন।

আমারখিল এএফপিকে বলেন, ‘ঘটনাটি তদন্তের আওয়তাধীন, তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে।’

Advertisement

নানগারহার পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিশ্বের অন্য সব মুসলিম দেশের মতো আফগানিস্তানেও এখন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে। রোজা রাখার পর প্রতি রাতে তারাবিহ নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে জড়ো হন।

প্রতিশোধমূলক হত্যাকাণ্ড আফগানিস্তানে প্রায়ই ঘটে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে পরিবারগুলো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

এ ধরনের সহিংসতা অনেক সময় কয়েক যুগ ধরেও চলে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এ প্রতিহিংসা সঞ্চারিত হয়।

Advertisement

এমকে/জেআইএম