দেশজুড়ে

রূপগঞ্জে খাদ্যপণ্য নিয়ে ছুটছে ‘মানবতার গাড়ি’

রমজান ও লকডাউনে খাদ্যপণ্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে ‘মানবতার গাড়ি’। ‘স্বল্প মূল্যে তাড়াতাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে যাবে আপনার বাড়ি’ শ্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান।

Advertisement

রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় যাত্রা করে ‘মানবতার গাড়ি’। চাল, চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, আলুসহ নিত্যপণ্য ও ইফতার সামগ্রী প্রতিদিন মানুষের ধারে ধারে যাবে গাড়িটি। প্রতিদিন অন্তত ৫০০ দরিদ্র মানুষকে এ সেবা পাবেন।

এসময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলম, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, রমজান মাসজুড়ে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে এই গাড়ি।

Advertisement

জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, প্রথম পর্যায়ে কায়েতপাড়া ইউনিয়নে এ কার্যক্রম শুরু হলেও ২/১ দিনের মধ্যে পুরো রূপগঞ্জ জুড়ে চলবে ‘মানবতার গাড়ি’।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জানান বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলায় চারজন টিসিবির ডিলার রয়েছে তাদেরও কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।

মীর আব্দুল আলীম/আরএইচ/জেআইএম

Advertisement