জাতীয়

করোনায় চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের এক হাজতি মারা গেছেন।

Advertisement

রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনা আক্রান্তের পর মারা গেলেও তিনি কারাগারে আক্রান্ত হননি। এখানে তার যক্ষ্মাসহ অন্যান্য রোগ হওয়ায় তাকে গত ১০ এপ্রিল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তার করোনা শনাক্ত হয়েছিল। আজ (রোববার) তিনি মারা গেছেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘কারাগারের সার্বিক পরিবেশ ভালো আছে। এখানে এখনও কারো করোনা শনাক্ত হয়নি।’

মিজানুর রহমান/এআরএ/জেআইএম