দেশজুড়ে

বন্ধুদের হাত খরচের টাকায় কর্মহীনদের খাদ্য সহায়তা

গাজীপুরের কালীগঞ্জে বন্ধুদের হাত খরচের টাকা থেকে স্থানীয় হতদরিদ্র ও কর্মহীন ৫২ পরিবারকে ইফতার এবং খাদ্য সামগ্রী দিয়েছে কালীগঞ্জ পাইলট স্কুল (কেপিএস) নামের এসএসসি-২০০২ ব্যাচ গ্রুপ।

Advertisement

শনিবার (১৭ এপ্রিল) রাতে গ্রুপের সদস্যরা সবার বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর।

নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএস-২০০২ ব্যাচ গ্রুপের একজন জানান, প্রায় ৫০ জন বন্ধু নিয়ে তারা ফেসবুকে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছেন। সেখানে শুধু এসএসসি-২০০২ সালের ব্যাচের বন্ধুরা আছেন। তারা সবাই মিলে কিছু সামাজিক কর্মকাণ্ড করেন।

Advertisement

তিনি আরও জানান, দেশের করোনাকালে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার সারাদেশে আটদিনের কঠোর লকডাউন দিয়েছেন। এতে দিন আনে দিন খায় এমন কিছু মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়েন। তাই বন্ধুদের হাত খরচের কিছু টাকা দিয়ে তারা একটি ফান্ড তৈরি করেন। আর তা দিয়ে স্থানীয় কিছু কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সহায়তা দেন।

আব্দুর রহমান আরমান/এসজে/জিকেএস