রাজনীতি

ভালো আছেন করোনা আক্রান্ত ফজলে হোসেন বাদশা

করোনা আক্রান্ত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Advertisement

তিনি এখন অক্সিজেন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারছেন, কথাবার্তাও বলছেন।

ফজলে হোসেন বাদশা বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে ফজলে হোসেন বাদশার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ভালো আছেন। তার সঙ্গে কথাবার্তাও বলেছেন।

Advertisement

গত ৮ এপ্রিল সকালে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন বাদশা। টিকা গ্রহণের পর তার জ্বর আসে।

এরপর বুধবার নমুনা পরীক্ষায় নিশ্চিত হয় যে, তিনি করোনা আক্রান্ত। রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা করানো হয়। সেখানে গঠিত ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়।

১৬ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে বঙ্গবন্ধু বিএসএমএমইউতে তাকে ভর্তি করা হয়।

এমইউ/জেডএইচ/এমকেএইচ

Advertisement