সাহিত্য

অথচ এখানে মানুষ আর মানুষ ও অন্যান্য কবিতা

টাকা

Advertisement

আমার সামনে কে যেন টাকা ঝুলিয়ে রেখেছে।এখন আগের মতো স্বতঃস্ফূর্ত-কথা বের হচ্ছে নাকিছু বলতেও পারি নামাথা উঁচু করতে পারছি না‘কে কী বলছে’ তা-ও শুনতে পাচ্ছি না।

আমার চোখ শুধু টাকার দিকেইস্নায়ুতন্ত্রও ধাবিত ওই দিকেই;কলম আর চোখ-স্নায়ুতন্ত্রের ভাষা এক নয়।

****

Advertisement

অথচ এখানে মানুষ আর মানুষ

কয়েকজন মানুষ বেরিয়ে যাচ্ছে-যেখানে কোনো দেশ নেইযেখানে মানুষ নেই সেখানে।

এখানে মর্মরপাতাও বিস্ফোরিত হয়এখানে কিশোরীর নূপুরে বিস্ফোরণ ঘটেএখানকার কচিঘাসে রক্তের ছোপ।

অথচ এখানে মানুষ আর মানুষ।

Advertisement

****

জ্যোৎস্নারাতের কালোঘোড়া

হঠাৎ-ই বান্দরবানে ঝিরিঝিরি বৃষ্টিপাহাড়ের মধ্য দিয়ে সাঙ্গু নদীপাহাড়ের গাছের শাখা-প্রশাখা বেয়েটুপটাপ ঝরছে বৃষ্টিফোঁটা।

নদীতলে বৃষ্টিফোঁটার ছাপ, তরঙ্গযেন রেইনকোট পরেছে পাহাড়অন্যদিকে আমার কালোঘোড়া ছুটছেমায়াবী জ্যোৎস্নারাতে।

****

শকুনের চক্কর

কিছু শকুন ওড়ে, চক্কর মারেঢাকার আকাশে-হয়তো হতাশ হয়েইকিংবা ঈর্ষাতুর হয়ে শকুনের এ চক্কর।

এরা যদি ছোঁ মারে উত্তরায়-বিচ্ছিন্ন হয়ে সুন্দরবনেকিংবা কুতুবদিয়ায়!যদি অহেতুক এদের পিছে দৌড়াতে যেয়েশক্তি ক্ষয় হয় আমাদের!-এমন ভাবনায় নিদ্রাহীন প্রহরীরা।

কিন্তু আগেই শকুনের চক্কর থামানো জ্ঞানীর কাজ।

এসইউ/এমকেএইচ