আইন-আদালত

আ স ম ফিরোজের ঋণ পুনঃতফসিলের স্থগিতাদেশ আপিলেও বহাল

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের আগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি করারও আদেশ দেয়া হয়েছে।

Advertisement

আ স ম ফিরোজের আবেদন নিষ্পত্তি করে রোববার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আ স ম ফিরোজের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুল হক। অন্যদিকে বাউফল মেয়রের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

আইনজীবীরা জানান, ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বারজজ আদালত। আজ ওই চেম্বারজজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ

Advertisement

আইন অনুযায়ী তিনবারের বেশি কারও ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে ৯ বার করা হয়েছে। এমন দাবি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিট দায়ের করেছিলেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক। ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর হাইকোর্ট আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আ স ম ফিরোজ। পরে ওই বছরের ২৫ নভেম্বর চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় ওঠে।

এফএইচ/এএএইচ/এমকেএইচ

Advertisement