ক্যাম্পাস

জাবিতে স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের ও বাংলাদেশ গণিত সমিতির উদ্দ্যোগে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। গণিত বিভাগের গ্যালারী ও ২৩০ নম্বর রুমে সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণিতের মৌলিক বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১২টি সরকারিও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুপুর আড়াইটা থেকে গণিত বিষয়ের উপর মৌলিক প্রশ্ন-উত্তরের পর্ব চলে। এতে প্রতিযোগীরা ও গণিত বিষেজ্ঞরা অংশগ্রহণ করেন। এ পর্ব পরিচলনা করেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। এরপর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। গণিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম দশ জনকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৫ আয়োজক কমিটি সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণিসহ প্রমুখ। হাফিজুর রহমান/জেডএইচ/এমএস

Advertisement