ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এবার সারাদেশে একযোগে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত বাস, টাটা এলপি-৯০৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান তো আছেই। এবার আমি নিজে থেকেই সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্যোগ নেব। সড়কে আর কোন আনফিট যানবাহন কিংবা আনফিট ড্রাইভার, কোনটিই থাকতে পারবে না।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আনফিট যানবযাহন উচ্ছেদ করতে এবার আমরা আট ঘাট বেঁধে নেমেছি। এ অভিযানের কারণে রাজধানীতে কিছুটা যানবাহনের সংকট দেখা দিয়েছে।এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বড় কিছু অর্জন করতে গেলে ছোটখাটো ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। গণপরিবহনের ঘটতি মোকাবেলায় বিভিন্ন রুটে আরো বিআরটিসি বাস চালু করা হবে।ওবায়দুল কাদের নাটোরের ভয়াবহ বাস দুর্ঘটনার উল্লেখ করে বলেন, ফিটনেস বিহীন যান এবং আনফিট ড্রাইভার, এদুটি কারণেই এতগুলো মূল্যবান প্রাণ ঝড়ে গেছে। এখানে রাস্তার কোন নির্মাণ ক্রুটি ছিল না।তিনি ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেয়ার পর সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে নিটোল টাটাসহ আরো বড় বড় কোম্পানীগুলোকে ভালমানের পাবলিক ট্রান্সপোর্ট আমদানিতে এগিয়ে আসার আহবান জানান।নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেন, প্রথমাবস্থায় ১শ’ এসি মিনিবাস নামানো হয়েছে। এই গাড়ী বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত অত্যাধুনিক ও আরামদায়ক বাস। যা বাংলাদেশের উত্তপ্ত আবহাওয়ায় মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করবে। এই এসি বাসগুলো রাজধানী এবং শহরতলী এলাকায় চলাচল করবে।নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদেও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন- বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব মো. শওকত আলী এবং টাটা মটরসের কান্ট্রি হেড মুকুল মানিশ।
Advertisement