ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৪০ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৭১৩ জন। ফলে রাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫১ হাজার ৫০৮ জনে।
Advertisement
শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ৭ হাজার ৭১৩ জনের। সেই অনুযায়ী সংক্রমণ হার ১৬ দশমিক ৪২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে দার্জিলিংয়ের ১৪১ জন, জলপাইগুড়িতে ৭৬, উত্তর দিনাজপুরে ৭৭, মালদহে ৩৪৪, মুর্শিদাবাদে ২৫৭, নদিয়ায় ২৬১, বীরভূমে ৪০৬, পুরুলিয়ায় ২৪৭, বাঁকুড়ায় ৭০, পশ্চিম মেদিনীপুরে ৮৪, পূর্ব মেদিনীপুর ১৬৫, পূর্ব বর্ধমানে ২৬৯, পশ্চিম বর্ধমানে ৩১০, হাওড়ায় ৪৩২, হুগলিতে ৩২১ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪৯১ জন। মৃত ৩৪ জনের মধ্যে কলকতায় ১০ জন, উত্তর ২৪ পরগনায় ৮ জন এবং মুর্শিদাবাদে ৫ জন।
রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৫ হাজার ৩০০। যা শুক্রবারের থেকে ৪ হাজার ২৫৩ জন বেশি। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৫ হাজার ৬৬৮ জন। তার মধ্যে শনিবার সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাগ্রহণ করেছেন আরও এক লাখ ৪০ হাজার ৪৬৭ জন। এ নিয়ে রাজ্যে মোট টিকা নিয়েছেন ৮৬ লাখ ৯ হাজার ৩০৫ জন।
Advertisement
এএএইচ/এমএস