প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
করোনায় মৃত্যু ছাড়াল ৩০ লাখ, শনাক্ত ১৪ কোটি
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪১২ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৭ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৩৬৬ জন।
ফের রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ: পাল্টাপাল্টি ২০ কূটনীতিক বহিষ্কার
Advertisement
বাইডেন-পুতিন আমলে আবারও শুরু হলো বিশ্বের দুই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ। গত বৃহস্পতিবার রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল বাইডেন প্রশাসন। জবাব দিতে দেরি করেনি মস্কো। তারাও একই সংখ্যক মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটনের ‘রুশ-বিরোধী পদক্ষেপ’-এর জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিক বহিষ্কার এবং আরও আটজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে পুতিন প্রশাসন।
সরে দাঁড়ালেন রাউল, কিউবায় ৬ দশকের কাস্ত্রো শাসনের অবসান
কিউবায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রাউল কাস্ত্রো। এর মাধ্যমে দ্বীপদেশটিতে কাস্ত্রো পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হচ্ছে। ৮৯ বছর বয়সী রাউল জানিয়েছেন, তিনি ‘তীব্র ইচ্ছাশক্তি এবং সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় পরিপূর্ণ’ নবীন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের ভার তুলে দিতে চান। এই পদক্ষেপের মাধ্যমে সমাপ্ত হবে কাস্ত্রো পরিবারের কিউবা শাসন, যা শুরু হয়েছিল বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর হাত ধরে।
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ অন্তত ৪১ জনের মৃত্যু
Advertisement
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবে অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী।
লাগামছাড়া করোনা, ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আহ্বান মোদির
ভারতে করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে কুম্ভমেলায় করোনা সংক্রমণ এড়াতে ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক টুইট বার্তায় মোদি বলেন, এবার করোনা মহামারির কথা মাথায় রেখেই প্রতীকী ভাবে কুম্ভমেলা পালন করা হোক।
২ মাসে বিশ্বে করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ
বিশ্বে গত দুই মাসে করোনা সংক্রমণ হয়েছে প্রায় দ্বিগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংখ্যা আশঙ্কাজনক। সংস্থাটি এক ঘোষণায় জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রিয়েসুস বলেন, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। ব্রাজিল, ভারত, পোল্যান্ড, তুরস্কসহ বেশ কিছু দেশে করোনা সংক্রমণের আশঙ্কাজনক হারে বাড়ছে বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
চীনকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি সুগা ও বাইডেনের
চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি প্রথম কোনো দেশের নেতার সঙ্গে বাইডেনের সামনা-সামনি বৈঠক। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অবনতি ঘটেছিল, বৈঠকে বাইডেন তা পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গাজা থেকে রকেট নিক্ষেপের পর ইসরায়েলের বিমান হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় বিমান হামলা চালিয়েছে। গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপের পর এই হামলা চালালো দেশটি। শনিবারের এই হামলা গাজা শাসনকারী দল হামাসের নিয়ন্ত্রণাধীণ ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ চালানো হয়েছে বলে বর্ণনা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সপ্তাহে এটি এই অঞ্চলে সামরিক তৎপরতার দ্বিতীয় ঘটনা। গত বৃহস্পতিবার গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। এর জবাব দিতে শনিবার ইসরায়েল গাজায় হামলায় চালালো। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা
মিয়ানমারের জান্তা সরকার নববর্ষের ক্ষমার অংশ হিসেবে দেশজুড়ে ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তির আদেশ দিয়েছে। কারা বিভাগের মুখপাত্র শনিবার এ খবর জানিয়েছেন। তবে সেনা অভ্যুত্থানবিরোধী যেসব বিক্ষোভকারীদের সরকার আটক করেছে, তাদের কেউ এই ক্ষমার আওতায় মুক্তি পাবেন কিনা তা এখনও অনিশ্চিত। শনিবার মিয়ানমারে বৌদ্ধ নববর্ষের প্রথম দিন এবং পাঁচদিন ব্যাপি সরকারি ছুটির সর্বশেষ দিন। নববর্ষ উপলক্ষে বন্দিদের মুক্তি দেয়ার রীতি প্রচলিত রয়েছে মিয়ানমারে। তবে এ বছর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা নববর্ষ উৎসব বর্জনের ডাক দিয়েছেন এবং এর পরিবর্তে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে্ন।
পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট চলছে
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ৪৫ আসনের ভোটগ্রহণ। এর আগে ৪ দফায় ভারতের এ রাজ্যে ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম ৩ দফার ভোট বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। সেটিও শুধুমাত্র কুচবিহার জেলার শীতলকুচি আসনে। এ নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে।
এমকে/এএসএম