দেশে একদিনে আরও দুই লাখ ৩৩ হাজার ৭৭৩ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এরমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩০৩ জন ও নারী ৭৮ হাজার ৩১৩ জন।
Advertisement
এনিয়ে দেশে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়াল দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন চারজন।
এছাড়া এদিন প্রথম ডোজের টিকা নেন আরও ১২ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৬৬৬ জন ও নারী চার হাজার ৪৯১ জন। এনিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়ে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন।
শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭১ লাখ চার হাজার ৫৬৩ জন। আর টিকা নিয়েছেন ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। এখন পর্যন্ত উভয় ডোজের টিকাগ্রহণের পর বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন ৯৬৭ জন।
এমইউ/এএএইচ/এমকেএইচ