পিরোজপুরের ইন্দুরকানীতে মো. সরোয়ার হোসেন (৫০) নামে এক মাংস বিক্রেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাজার ব্যবসায়ী সমিতি।
Advertisement
শনিবার (১৭ এপ্রিল) উপজেলার চন্ডিপুর হাটে দোকানপাট বন্ধ রেখে হামলাকারীদের বিচারের দাবি জানান ব্যবসায়ীরা।
এসময় ব্যবসায়ীরা জানান, গত বুধবার (১৫ এপ্রিল) সকালে সরোয়ারের দোকানে মাংস কিনতে যান স্থানীয় সেলিম হাওলাদার। এসময় মাংস বাকিতে নিতে চাইলে সরোয়ার দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একসময় সেলিম হাওলাদার ফোন করে তার লোকজনকে নিয়ে সরোয়ারের উপর হামলা করে। এতে সরোয়ার মাথায় ও পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চন্ডিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশ্রাফুল আলম মোল্লা বলেন, হামলাকারীদের বাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল। ভবিষ্যতে এদের কাছে কোনো ব্যবসায়ী মালামাল বিক্রয় করতে পারবেন না।
Advertisement
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা জেপির সহ-সভাপতি শহিদুল আলম দোদুল, জাকির হোসেন গাজী, চন্ডিপুর বাজার কমিটির সভাপতি আশ্রাফুর আলম মোল্লা, রিয়াজুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/এমকেএইচ