দেশজুড়ে

ধানের গুড়া মিশিয়ে ভেজাল ভুসি বাজারজাত, কারখানা বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধানের গুড়া মিশিয়ে ভেজাল ভুসি বাজারে সরবরাহ করার অপরাধে কারখানা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা মালিক আমজাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট বাঁখুয়া গ্রামের এই ভুসি উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।

তিনি জানান, দীর্ঘদিন যাবত আমজাদ হোসেন বসুন্ধরার নকল বিজ্ঞাপন দিয়ে তার কারখানায় ভেজাল ভুসি উৎপাদন করে আসছিলেন। বসুন্ধরার লেভেল ভুসির বস্তায় লাগিয়ে দিয়ে উল্লাপাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ

Advertisement