শুক্রবার সকালে টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্পে পরীক্ষামূলকভাবে ট্রেন চালান রেলওয়ে বিভাগ। এখন শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষা। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের কথা রয়েছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. মকবুল আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্প পরিচালক সাগরকৃষ্ণ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী সুকুমার ভৌমিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলি নাজনিন আরা কেয়া, প্রধান মেকানিকেল প্রকৌশলী হারুনুর রশিদসহ রেলওয়ে ও ঠিকাদার প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।এ প্রকল্পের মূল ঠিকাদার চীনের সিআরএসসি ও সাব-কন্ট্রাকটর কোরিয়ার এলএসআইএস এবং দেশি সংস্থা ম্যাক্স ও তমা কনসোর্টিয়াম যৌথভাবে কাজটি করেন। ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত প্রকল্পটির ৬৪ কিলোমিটার রেললাইনের (লুপ লাইনসহ ৮৪ কিলোমিটার) কাজ শুরু হয়েছে ২০১১ সালের ২ নভেম্বর।আসাদুজামান ফারুক/এসএস/এমএস
Advertisement