খুলনায় এবার সর্বনিম্ন ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে।
Advertisement
খুলনা ইমাম পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল্লাহ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার জেলা ইমাম পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে জেলা ইমাম পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬০ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর যাকাত আদায় করা ফরজ।
Advertisement
ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উক্ত সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে যাকাত আদায় করার আহ্বান জানানো হয়।
আলমগীর হান্নান/এসএমএম/জিকেএস