টেলিভিশনে সম্প্রচারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি রিমোর্ট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৮ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়।
Advertisement
শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতাররা হলেন- পলাশ (৩২), নয়ন (২৫), শাহ পরান (২৪), রাহাত (২৩), ইকবাল (৪০), মাসুম (২৮), বাচ্চু মিয়া (৩৫), লিটন (৪৬), জহুরুল ইসলাম (৪৪), মো. শাহীন (৩৯), জাহাঙ্গীর আলম (২৩), আলমগীর (৩২) ও জিকু (২০)।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় র্যাব-১০ এর উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি জানান, শুক্রবার রাতে র্যাব-১০ এর একটি দল সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টেলিভিশনে সম্প্রচারিত আইপিএলের খেলার ওপর জুয়া খেলার সময়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভারপ্রতি টাকা দিয়ে জুয়া খেলছিল তারা।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এস কে শাওন/এসএমএম /এমকেএইচ
Advertisement