দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

মৃতরা হলেন- রেনু দে (৬৭), মাহমুদা আলম (৬০), পুষ্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) রোজী বেগম (৪৫)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইজন করোনা আক্রান্ত এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মোট পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে রেনু দে ও মাহমুদা আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি তিনজন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

Advertisement

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার (১৬ এপ্রিল) ২৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৩ জন, ভালুকায় ১১ জন, ত্রিশালে ২ জন, মুক্তাগাছায় ১ জন, হালুয়াঘাটে ১ জন, ফুলবাড়িয়ায় ১ জন এবং ফুলপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এআরএ/জেআইএম