আন্তর্জাতিক

সোনিয়া-মনমোহনকে মোদির চায়ের আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার বাসভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। ওই চা-চক্রে পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে আলোচনা করতেই মোদি এ উদ্যোগ নিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।গত বছরের নির্বাচনের পর এই প্রথমবারের মতো নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী আলোচনায় বসতে যাচ্ছেন। এ সময় জিএসটিসহ বেশ কয়েকটি বিলের বিষয়ে সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার বলেছেন, জিএসটি বিল যাতে পাস করা যায় সে জন্য সবার সঙ্গে কথা বলবেন মোদি। এরপরই মোদির পক্ষ থেকে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ জানানো হলো। তবে এই চা-চক্রে আমন্ত্রণ পাননি কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।এসআইএস/এমএস

Advertisement