খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসারের কাছ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। সকাল থেকেই নির্বাচন অফিসে পৌরসভার সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে দীপায়ন চাকমা ও অ্যাড. সমারী চাকমাসহ দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসান। মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী জানান, এখানে কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনা থাকা মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া বলেন, নির্বাচন করার ইচ্ছা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিএনপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে এবং দল যদি মনোনীত করেন তবেই আমি প্রার্থী হবো। এআরএ/এমএস
Advertisement