বিনোদন

গ্রিন সিগন্যাল পেয়ে ১৩ দিন পর ঘরে ফিরলেন ওমর সানী

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে দেশে। এমন ভয়ানক পরিস্থিতিতে করোনা হানা দিয়েছে শোবিজেও৷ একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন৷ অনেকে সেরেও উঠছেন লড়াই করে৷

Advertisement

সে তালিকায় নাম উঠতে যাচ্ছে এবার প্রিয়দর্শীনি মৌসুমীর৷ তিনি করোনা থেকে মুক্ত হয়ে উঠছেন৷ তার সঙ্গে করোনায় আক্রান্ত হওয়া ছেলে, ছেলের বউ ও মেয়েও করোনা থেকে মুক্ত হওয়ার পথে।

গতকাল ১৫ এপ্রিল ওমর সানী এই তথ্য নিশ্চিত করেছেন৷

স্ত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধু আয়েশা সুস্থ হয়ে উঠছে এমন আভাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সানী লেখেন, 'আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম। আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন। আপনার কাছে আমার সেজদা। রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ।'

Advertisement

গত (৪ এপ্রিল) ছেলে ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী মৌসুমী। তবে সৌভাগ্যক্রমে করোনা ছুঁতে পারেনি চিত্রনায়ক ওমর সানীকে। তাই সাবধান থাকতে পরিবার থেকে দূরে ছিলেন তিনি।

পরিবারের সবাই ভাইরাস নেগেটিভ হয়েছেন কি না-এই বিষয়ে স্পষ্ট করে বলতে চান না নায়ক ওমর সানী। তার ভাষ্য, ‘পজিটিভ না নেগেটিভ এটা বিষয় না। চিকিৎসকের সবুজ সংকেত মেলায় আমি বাসায় ঢুকলাম।'

চলতি বছরের (২৬ মার্চ) কানাডা প্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এ তারকা পরিবার।

এলএ/এমএস

Advertisement