সিরাজগঞ্জে লকডাউনে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের প্রধান দুটি সড়ক এস এস রোড ও মুজিব সড়কের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পরে শহরের এস এস রোডস্থ সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে এ কার্যক্রম শুরু করে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় সরেজমিনে এস এস রোড ও মুজিব সড়ক ঘুরে দেখা গেছে, এস এস রোড সড়কস্থ সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া একই সড়কস্থ মুক্তিযোদ্ধা গলিতে বাঁশ দিয়ে রাস্তা বন্ধের কাজ চলছে।
পর্যায়ক্রমে নির্ধারিত সকল সড়কগুলোই এভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান সেখানে কর্মরতরা।
Advertisement
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম বলেন, মানুষকে অকারণেই বাড়ি থেকে বের হয়ে মহল্লার মোড় দিয়ে শহরে ঢুকছে। অনেক রিকশাও শহরে চলছে। তাই চলাচল সীমিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে যাতায়াত করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তাগুলো উন্মুক্ত থাকবে।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস
Advertisement