দেশজুড়ে

নাটোরে ২৮ টাকা দরে গম সংগ্রহ শুরু

নাটোরে ২৮ টাকা ধরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শহরের বড়গাছা খাদ্য গুদামের সামনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

Advertisement

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা, সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (এলএসডি) মো. মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার নাটোরে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ছয় হাজার ৮০২ মেট্রিক টন। এরমধ্যে সদরে ৮১১ মেট্রিক টন, নলডাঙ্গায় ৩৬২ মেট্রিক টন, সিংড়ায় ২৪৫ মেট্রিক টন, গুরুদাসপুরে ৫৬৭ মেট্রিক টন, বড়াইগ্রামে এক হাজার ৩১৮ মেট্রিক টন, লালপুরে দুই হাজার ২৪০ মেট্রিক টন এবং বাগাতিপাড়ায় এক হাজার ২৫৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

রেজাউলকরিম রেজা/আরএইচ/এমএস

Advertisement