লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ময়মনসিংহে ১১৮ মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন আদালত।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, লকডাউনে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১৮ মামলায় এক লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা শহরে প্রতিদিন ছয়টিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমএস