কিডনি রোগীদের ডায়ালাইসিস খরচ কমিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। দরিদ্র রোগীদের কম খরচে ডায়লাইসিস করাতে গিয়ে যেন হিমশিম খেতে না হয় এবং অধিক দরিদ্র রোগীর পাশে যেন দাঁড়ানো যায়, সে জন্য জাকাতের টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দান করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Advertisement
শুক্রবার (১৬ এপ্রিল) দরিদ্র রোগীদের ব্যয়সাশ্রয়ে জাকাতের টাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিশেষ সেবা ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে’ দানের অনুরোধ জানানো হয়েছে।
তিন হিসাব নম্বরে জাকাতের টাকা দানের আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই হিসাব তিনটি হলো-
১. হিসাবের নাম: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারপ্রযত্নে: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডএলিফেন্ট রোড, নিউমার্কেট, ঢাকাহিসাব নম্বর: ০১৭-১১০১-০০০০০১০৫৮
Advertisement
২. হিসাবের নাম: গণস্বাস্থ্য নগর হাসপাতালপ্রযত্নে: জনতা ব্যাংক লিমিটেড দিলকুশা বাণিজ্যিক শাখা২৯ দিলকুশা মতিঝিল, ঢাকা-১০০০হিসাব নম্বর: ৩৩০১২৬৭৬
৩. হিসাবের নাম: গণস্বাস্থ্য নগর হাসপাতালপ্রযত্নে: ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডএলিফেন্ট রোড, নিউমার্কেট, ঢাকাহিসাব নম্বর: ০১৭-১১০১-০০০০০১১০৫
গণস্বাস্থ্য এক বিজ্ঞপ্তিতে বলেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের দরিদ্র রোগীদের চিকিৎসাব্যয় কমানোর স্বার্থে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে মূল্য কমানো হয়েছে। আগের তুলনায় নতুন তালিকায় ছয়টি ক্যাটাগরিতে ফি গড়ে ২০০ টাকা করে কমানো হয়েছে। একইসঙ্গে করোনাকালে রাতে রোগীদের বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থাও করা রয়েছে। এতে খরচ পড়বে জনপ্রতি ১০০ টাকা।
নতুন তালিকা অনুযায়ী, অতিদরিদ্রদের জন্যে ডায়ালাইসিসে প্রতি সেশনের ফি ৬০০ টাকা। আবার কেউ সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করালে খরচ আরও কমে পড়বে এক হাজার ৪০০ টাকা। আর চতুর্থ শিফটে (রাত ১০টা থেকে ভোর ৬টা) ফি পড়বে ৪০০ টাকা ও প্রতি তিন সেশনে এক হাজার টাকা।
Advertisement
দরিদ্রদের জন্যে প্রতি সেশনের ফি ৮০০ টাকা। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করালে খরচ পড়বে এক হাজার ৮০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে ৫০০ টাকা ও প্রতি তিন সেশনে এক হাজার ২০০ টাকা।
নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যে প্রতি সেশনের ফি যথাক্রমে এক হাজার ও এক হাজার ৩০০ টাকা। সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের খরচ যথাক্রমে দুই হাজার ৫০০ ও তিন হাজার ৫০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে ৭০০ ও এক হাজার ১০০ টাকা এবং প্রতি তিন সেশনে এক হাজার ৮০০ ও তিন হাজার টাকা।
উচ্চ-মধ্যবিত্ত ও ধনীদের জন্যে প্রতি সেশনের ফি যথাক্রমে দুই হাজার ও দুই হাজার ৫০০ টাকা। সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের খরচ পড়বে যথাক্রমে পাঁচ হাজার ও সাত হাজার টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে এক হাজার ৫০০ ও দুই হাজার টাকা এবং প্রতি তিন সেশনে চার হাজার ও পাঁচ হাজার টাকা।
পিডি/বিএ/এমএস