ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র্যাব-১১ এর সদস্যরা। এ সময় ট্রাকের চালক ইউসুফ (২৩) ও সহকারী জাফরকে (২৫) আটক করা হয়।বৃহস্পতিবার রাত ১২ টায় র্যাব-১১ এর লে. কমান্ডার মো. গোলজার হোসেন ও সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, আটক ইউসুফ ও জাফর দীর্ঘদিন ধরে ঢাকা-কক্সবাজার রুটে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রায়ই পরিবহনের ছত্রছায়ায় ইয়াবা স্থানান্তর করে আসছিল। র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারীর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাক (নং ঢাকা মেট্রো ট-১৪-২১০১) পৌঁছালে তার গতিরোধ করে র্যাব সদস্যরা তল্লাশি করে ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় র্যাব সদস্যরা কক্সবাজার জেলার উখিয়া থানার উত্তর পুকুরিয়া এলাকার মকবুল আহম্মদের ছেলে ট্রাক চালক ইউসুফ ও একই জেলা ও একই থানার হরিনমারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সহকারী চালক জাফরকে আটক করে। এছাড়া র্যাব সদস্যরা কাঠ বোঝাই একটি ট্রাক ও মাদক বিক্রির ৪৯ হাজার ৪শ’৩৯ টাকা জব্দ করে।র্যাব আরও জানায়, আটকরা জব্দকৃত ট্রাকটির সম্মুখের দিকের দুই পার্শ্বের চাকার মাটগার্ডের ভেতরে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে ইয়াবার চালানটি এনেছিল। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য আনুমানিক ২ কোটি টাকা। র্যাব জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানার হারিশা এলাকার মাহাছুনের ছেলে কবির (৫০) মূলত ইয়াবা ব্যবসায়ী। একই জেলার ও একই থানার মরিচ্চা এলাকার আব্দুল জালালের ছেলে ফরিদুল আলম ওরফে ফরিদ কোম্পানি (৫০) আটক ট্রাকের মালিক। ট্রাকের মালিকের যোগসাজসেই কবির নারায়ণগঞ্জ ও ঢাকায় ইয়াবার বড় চালান সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব। এদের সঙ্গে আরও দু’ ব্যক্তি জড়িত রয়েছে। তবে তাদের গ্রেফতারের চেষ্টা করছে র্যাব। গ্রেফতার হওয়া ইউসুফ ও জাফর ১৫ দিন আগে আরও একটি চালান ঢাকায় পৌঁছে দেয় বলে জানায় র্যাব। জড়িতদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।হোসেন চিশতী সিপলু/এসএস/এমএস
Advertisement