পবিত্র রমজান এবং লকডাউনের মধ্যে রাজধানীর শাহজাদপুরে পানি সঙ্কট দেখা দিয়েছে। পানির দাবিতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওয়াসার মডস জোন-৮ এর সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ শাহজাদপুর এলাকার বাসিন্দারা।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে শাহাজাদপুরে পানি সঙ্কট দেখা দেয়। ফলে ওয়াসার গাড়ি থেকে পানি কিনে ব্যবহার করতে হয়। যখন আসে অল্প কিছুক্ষণের জন্য থাকে। বিষয়টি ওয়াসাকে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। তাই বৃহস্পতিবার দুপুরে মিছিল নিয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অফিসের সামনে জড়ো হন শাহজাদপুরে এলাকার বাড়ির মালিকসহ শতাধিক বাসিন্দা। বিক্ষোভকালে তাদের হাতে পানির দাবিতে লেখা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও খালি কলসি ছিল।
তবে ওই এলাকায় পানি সঙ্কট নেই বলে দাবি করেছেন ঢাকা ওয়াসা মডস জোন-৮ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘শাহজাদপুরে পানির কোনো সমস্যাই নেই। আমরা সিডিউল অনুযায়ী পানির পাইপের চাবি খুলে দিই। এতোদিন তারা রাতে পানি পেতেন, এখন সেই পানিটা আরও দুই ঘণ্টা আগ থেকে চাচ্ছেন। ওই লাইনে এমনিতে কোনো সমস্যা নেই। আমরা কাছাকাছি আরেকটা পাম্প তৈরি করছি। সেটা চালু হলে এ সমস্যা আর থাকবে না।’
এমএমএ/এএএইচ/এএসএম
Advertisement