খেলাধুলা

ইউরোপা লিগের নকআউট পর্বে লিভারপুল

এক ম্যাচ হাতে রেখেই ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল। ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সকে ২-১ গোলে হারিয়ে একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে অল রেডসরা। তবে পাঁচ মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্স সীমানায় ক্রিস্টিয়ান বেনতেকেকে বোর্ডেক্স ডিফেন্ডার লুডোভিক স্যান ট্যাকল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পক কিক থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্ট্রাইকার বেনেতেকের গোলে ২-১ ব্যবধানের লিড নেয় লিভারপুল। বিরতির পর আর কোন দল গোল করতে না পারলে ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।এমআর/এমএস

Advertisement