খেলাধুলা

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত আকরাম খান

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে আজ বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Advertisement

আকরাম খানের পারিবারিক সূত্র জাগো নিউজকে জানিয়েছে, তার অক্সিজেন লেভেল ঠিক আছে। তবে কাশি বেড়ে যাওয়ার কারণে আজ বিকেল ৪টার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জাগো নিউজকে জানান, আকরাম ভাইয়ের ফুসফুসে স্ক্যান করে দেখা হয়েছে। রিপোর্টে আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। তবে, যেহেতু কাশি বেড়ে গেছে, এ কারণে ডাক্তারের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

Advertisement

যেদিন করোনা পজিটিভ রেজাল্ট আসে আকরাম খানের, তার কয়েক দিন আগে থেকেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। এরপর মনের শঙ্কা দূর করার জন্য টেস্ট করান আকরাম। তাতেই রেজাল্ট আসে পজিটিভ।

এআরবি/আইএইচএস