দেশজুড়ে

রামেক হাসপাতালে অকার্যকর পড়ে আছে ৬টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দরকার পড়ে। যা প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহের মাধ্যমে রোগীদের পর্যাপ্ত অক্সিজেন গ্রহণে সাহায্য করে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অকার্যকর পড়ে রয়েছে।

Advertisement

উপকরণের অভাবেই এসব পড়ে রয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, ‘যে ছয়টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পড়ে রয়েছে, সেগুলোর উপকরণ একবার ব্যবহার করা যায়। দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। এছাড়া আমাদের এসব হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বিভিন্ন দাতাদের থেকে পাওয়া।’

পড়ে থাকা হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সচলের বিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক বলেন, ‘একবার অক্সিজেন দেয়ার পর উপকরণ সব নষ্ট হয়ে যায়। এসব উপকরণ সবসময় পাওয়া যায় না। তবে এ সমস্যা সমাধানের বিষয়ে কাজ চলছে, খুব শিগগিরই অকার্যকর হয়ে পড়ে থাকা হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাগুলো ব্যবহার করা সম্ভব হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘তবে এখন আমাদের ২১টির মতো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা কার্যকর আছে, এগুলো ‘ওয়ান টাইম নয়’। এসব হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনার ২৯, ৩০, ২৫, ২৭ নাম্বার ওয়ার্ড, আইসিইউ ও ভিআইপি কেবিনে ব্যবহার করা হচ্ছে।’

রামেক হাসপাতালের উপপরিচালক বলেন, ‘আমাদের প্রতিটি করোনা ওয়ার্ডে ১২০০ এর অধিক অক্সিজেন পোর্ট আছে, এগুলো সব কার্যকর। এছাড়া ৪৭৫টি অক্সিজেন সিলিন্ডার রিজার্ভে আছে। সাধারণত এসব আল্ট্রাসনোগ্রাফি ও সিটি স্ক্যান করার সময় ট্রলির সঙ্গ রোগীকে লাগিয়ে নিয়ে যাওয়ার সময় ব্যবহৃত হয়।’

ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ

Advertisement