আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল করোনাভাইরাসমুক্ত হয়েছেন। তারা চিকিৎসা শেষে এরই মধ্যে বাসায় ফিরেছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বামী-স্ত্রী দু’জনের ছবি ও পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন এ দম্পতি।
তিনি লেখেন, ‘করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় এবং আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করায় বাসায় ফিরে এসেছি। আমরা শতভাগ বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার অসীম দয়া, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, দোয়া আশীর্বাদ এবং ডাক্তার নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিবিড় পরিচর্যায় আমরা সুস্থ হতে পেরেছি। সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী।’
অসীম কুমার উকিলও নিজের ফেসবুকে লেখেন, ‘সুস্থ হয়ে ফিরে এসেছি। যারা শুভকামনা করেছেন তাদেরসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
Advertisement
গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা ভর্তি হন অসীম কুমার উকিল। পরে ১০ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে স্ত্রী অধ্যাপিকা অপু উকিল।
এসইউজে/এএএইচ/এএসএম