মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত নিয়মিত কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই কাঁচাবাজার স্থানান্তর করা হয়। মাছের বাজার ও মুরগির দোকানও স্টেডিয়ামে আনা হয়েছে।
সরকারের নির্দেশনা মতে স্থানীয় প্রশাসন লকডাউন চলাকালীন কাঁচাবাজারটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তরের নির্দেশ দেন। বুধবার (১৪ এপ্রিল) বিকেল থেকে বাজার স্থানান্তরের কাজ শুরু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মতে কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাঁচাবাজার ওই মাঠেই থাকবে।
Advertisement
এস এম এরশাদ/এসআর/এমকেএইচ