অর্থনীতি

লকডাউনেও ভ্রাম্যমাণ ব্যবস্থায় সামুদ্রিক ও মিঠা পানির মাছ বিক্রি

চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নাগরিকদের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ঢাকার ১৬টি স্থানে ফরমালিনমুক্ত সামুদ্রিক ও মিঠা পানির সতেজ মাছ বিক্রি করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন।

Advertisement

৮টি ভ্রাম্যমাণ ফিসভ্যানের মাধ্যমে এ কার্যক্রম চলছে। করপোরেশনের অবতরণ কেন্দ্রগুলোতে বিভিন্ন স্থান থেকে আসা মাছ সংগ্রহ করে ভ্রাম্যমাণ ফিসভ্যানগুলাের মাধ্যমে বিক্রি করে। এতে ফরমালিন টেস্টের ব্যবস্থাও রয়েছে।

ঢাকার যেসব স্থানে মিলছে সামুদ্রিক ও মিঠা পানির সতেজ মাছ :

ইস্কাটন লেডিস ক্লাব সংলগ্ন, মিরপুর ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, ধানমন্ডি, গুলশান, বনানী ডিওএইচএস- এ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত; কৃষকের বাজার সেচ ভবন ও শংকরে সকাল ৯টা থেকে বেলা ১১টা; সচিবালয় গেটে দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা, আজিমপুর কলােনিতে দুপুর ১টা থেকে দুপুর ৩টা, সেগুনবাগিচা দুদক অফিসের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা, মতিঝিলের এজিবি কলােনিতে দুপুর ২টা থেকে দুপুর ৩টা, মিরপুর ডিওএইচএসের নতুন ভবনে দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা, মােহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় দুপুর ২টা থেকে দুপুর ৩টা, ধানমন্ডি-২৮ -এ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা, বারিধারায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলছে।

Advertisement

এদিকে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ন্যায্যমূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ও বিভিন্ন প্রাণিজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। খামারিরাও উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে সরাসরি বিক্রি করছেন। আইএইচআর/এমএইচআর/জিকেএস