চট্টগ্রাম নগরের সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপুর উদ্যোগে লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য উদ্বোধন হয়েছে বিনামূল্যের একটি মুদির দোকান।
Advertisement
বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে দোকানটির উদ্বোধন করা হয়।
এ সময় সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যের মুদির দোকান চালু করেছি। স্বাস্থ্যবিধি মেনে যেকোনো শ্রেণির মানুষ প্রতিদিন এই দোকান থেকে বিনামূল্যে প্রয়োজনীয় মুদিপণ্য নিতে পারবেন।’
জানা যায়, বিনামূল্যের এই মুদির দোকান প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চালু থাকবে। দোকানে পাওয়া যাবে- চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, সুজি, চিনি, সেমাই, নুডুলস, চিড়া, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তেজপাতা, জিরা, দারুচিনি, এলাচি, হরেক রকমের মসলা, গুড়, মুড়ি, তেল, লবণ, পাউরুটি, বিস্কুট, চানাচুর, খাবার স্যালাইন, জুস, পাউডার ড্রিংক, মিনারেল ওয়াটার ও চাপাতা ইত্যাদি।
Advertisement
এর আগে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে তোসাদ্দেক নূর চৌধুরী তপু বিনামূল্যের একটি সবজির দোকান চালু করছিলেন।
মিজানুর রহমান/এআরএ