করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে বাগেরহাটের মোংলায় স্থানীয় প্রশাসন, পুলিশ, মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
Advertisement
এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ এপ্রিল) বিধিনিষেধ উপেক্ষা করে শহরে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ২১টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালে কয়েকটি অবৈধ মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করার কারণে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
কঠোর লকডাউনের প্রথম দিনে মোট ২১টি মামলায় ১০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Advertisement
মো. এরশাদ হোসেন রনি/এসজে/এমকেএইচ