বিনোদন

নায়িকা পপি নিখোঁজ, আটকে আছে সিনেমা

নায়িকা পপি নিখোঁজ, আটকে আছে সিনেমা

নায়িকা পপি বিয়ে করেছেন। এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে বাতাসে৷ কে সেই পাত্র কি তার বিস্তারিত, তা জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন বেশ মজবুত হয়েছে।

Advertisement

এদিকে আড়ালে চলে যাওয়া পপির জন্য আটকে আছে একটি সিনেমা৷ সে সিনেমার পরিচালক খুঁজে বেড়াচ্ছেন নায়িকাকে। প্রায় ছয়মাস ধরে চিত্রনায়িকা পপির খোঁজ পাচ্ছেন না গণমাধ্যমকর্মীরাও। তার ব্যবহৃত মুঠোফোনটি থাকছে বেশিরভাগ সময় বন্ধ। মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও তিনি ফোন ধরেন না। এসএমএস পাঠালেও সাড়া দেন না। একই অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সর্বশেষ রাজু আলী আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করেছেন পপি। সিনেমাটির শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি আছে পপির৷ সেই পপি নিরুদ্দেশ।

পরিচালক জানান, কয়েক মাস ধরেই তিনি পপিকে খুঁজছেন। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে পপি থাকছেন না।

Advertisement

'একজন নায়িকার জন্য একটা সিনেমা এভাবে আটকে আছে দিনের পর দিন এ কেমন কথা। পপির কাছে এমন অপেশাদার আচরণ একেবারেই কাম্য নয়'- বিরক্ত হয়ে বলেন রাজু আলীম।

গেল ভালোবাসা দিবসে ‘ভালোবাসার প্রজাপতি’ মুক্তি দিতে চেয়েছিলেন রাজু আলীম। কিন্তু পপি কাজ শেষ না করায় ছবিটি মুক্তি দিতে পারেননি তিনি।

ছবির নায়ক ও পরিচালক রাজু আলীম বলেন, 'পপিকে আরো তিনদিন শুটিংয়ে পেলে তার সঙ্গে আরও এক বড় তারকাকে অতিথি হিসেবে রাখতে চেয়েছিলাম। সিনেমায় তার উপস্থিতি পেলে বড় চমক হতো। পপিকে না পাওয়ায় সব আটকে আছে। সেইসঙ্গে ছবির ডাবিংয়ে তাকে লাগবে৷ আমাকে একেবারে ফাঁসিয়ে দিলো।'

পরিচালনার পাশাপাশি ‘ভালোবাসার প্রজাপতি’তে অভিনয় করেছেন রাজু আলীম নিজেও। তার বিপরীতেই রয়েছেন পপি। আরও অভিনয় করেছেন শিপন মিত্র, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা, প্রিয়মনি, খালিদ মাহবুব তুর্য, তানিন তানহা, মেহেদী পলাশ, সোনিকা প্রমুখ।

Advertisement

এলএ/এমকেএইচ