সপ্তাহজুড়ে সূচকের ওঠানামার মধ্য দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। এ সময় সূচকের সঙ্গে লেনদেনের উত্থান পতন অব্যাহত ছিল। তবে সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২২ দশমিক ৬৪ শতাংশ।এদিকে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে দুইদিন ঊর্ধ্বমুখি থাকলেও বাকি তিনদিন দরপতন হয়েছে দুই স্টক এক্সচেঞ্জে। সপ্তাহজুড়ে সবধরণের সূচকের পাশাপাশি বেড়েছে পিই রেশিও ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৬ কোটি ৯ লাখ ৩৩ হাজার ১৪৭ টাকার। আগের সপ্তাহের চেয়ে ৪০৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৪৭ টাকা বা ২২ দশমিক ৬৪ শতাংশ বেশি। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯০ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ১০০ টাকা।সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ। ডিএস৩০ সূচক বেড়েছে ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৯ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ।গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ১৫ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে গেল সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএএসপিআই সূচক বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৪৩ শতাংশ এবং সার্বিক সূচক সিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার ৩৯০ টাকা।এসআই/এসকেডি/পিআর
Advertisement