দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ প্রাইভেটকার আটক

লকডাউনের প্রথমদিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০ প্রাইভেটকার আটক করা হয়েছে।

Advertisement

বুধবার (১৪ এপ্রিল) ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে প্রাইভেটকারগুলো আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। কোনো কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শাস্তি হিসেবে গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।

Advertisement

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার

এস কে শাওন/এএইচ/জেআইএম