বেনাপোলে চেকপোস্ট দিয়ে চোরাচালানে বাধা দেয়ায় মনির হোসেন নামে এক কাস্টমস শুল্ক গোয়েন্দাকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দুই চোরাচালানীকে আসামি করে বেনাপোল পোর্টথানায় এ মামলা দায়ের করেন শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন।
এর আগে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে মহাসড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয় চোরাচালানীরা। মারপিটের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরাধীরা রয়েছে এলাকাছাড়া।
হামলাকারী আসামিরা হলেন, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের জ্জোহার ছেলে ইউছুপ ও দিন মোহাম্মদের ছেলে আজিজ।
Advertisement
আহত শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন জানান, সোমবার তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের দ্বিতীয় তলায় কর্মরত ছিলেন। এ সময় বিকাল ৪টা ২৫ মিনিটে সিসি ক্যামেরায় দেখতে পান সোর্স হিসেবে পরিচিত কয়েকজন চোরাচালানী নিরাপত্তাকর্মীদের যোগসাজসে ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে কোনো বাধা ছাড়ায় দেশের অভ্যন্তরে প্রবেশ করছে।
এ সময় তিনি অফিস থেকে বের হয়ে চোরাচালানিদের গতিরোধ করলে আজিজ ও ইউছুফ নামে চিহ্নিত দুই চোরাচালানী তাকে মারধর করে মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি কাস্টমস শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, চোরাচালানে বাধা দেয়ায় এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা দেখে অপরাধী সনাক্ত করে মামলা দায়ের হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Advertisement
এদিকে কাস্টমসের ভিডিও ফুটেজে চোরাচালানের একটি ভিডিও স্পষ্ট হয়েছে। ভিডিওতে চোরাচালানের দৃশ্য প্রকাশ পেয়েছে। স্থানীয় একটি মহল চোরাচালানীদের বাঁচানোর জন্য ইতিমধ্যে দেনদরবার শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মিলন রহমান/এফএ/জেআইএম