লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্তে এক বাংলাদেশি গরুর রাখাল অমুল্য কুমার চন্দ্রকে (৩৫) গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুক্রবার ভোরে উত্তর গোতামারী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত অমুল্য কুমার চন্দ্র হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মহেশ চন্দ্র ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে একদল গরু রাখাল হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্তের ৯০১নং মেইন পিলারের কাছে গরু আনতে যান। এসময় ভারতীয় নহাটি সীমান্তরক্ষী ২১নং বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।এসময় গুলিবিদ্ধ অবস্থায় অমুল্য দৌড়ে বাংলাদেশে নিজ বাড়িতে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অমুল্য কুমার চন্দ্র বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। রবিউল হাসান/এমজেড/পিআর
Advertisement