পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
Advertisement
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ভারতের দিল্লি রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বিকেলে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে দিল্লি রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নান্না পোদ্দারের মৃত্যু হয়। মেয়ের চিকিৎসার জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানেই করোনায় আক্রান্ত হলে পরে হাসপাতালে ভর্তি হন।
Advertisement
এসআর/এমকেএইচ