আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৩ এপ্রিল ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

এই রমজানে একবারই করা যাবে ওমরাহকরোনা মহামারির কারণে এবার ওমরাহ পালনে বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছে সৌদি আরব। দেশটির হজ এবং ওমরাহ কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এবারের রমজানে একবারই ওমরাহ পালন করা যাবে। মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ওমরাহ পালনের জন্য আবেদন করেছে তারা একবারই ওমরাহ পালন করতে পারবেন। দ্বিতীয়বার তারা আর ওমরাহ'র জন্য আবেদন করতে পারবেন না।

রক্তজমাট: যুক্তরাষ্ট্রে জনসনের টিকা ব্যবহার স্থগিতের সুপারিশমার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার পর কিছু লোকের শরীরে রক্তজমাট বাঁধার খবরের প্রেক্ষিতে সেটির ব্যবহার সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Advertisement

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই পদক্ষেপকে ‘বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।

১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক রয়টার্সেআন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে ১৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী প্রধান সম্পাদকের পদে বসতে চলেছেন। তার নাম আলেসান্দ্রা গ্যালোনি। রোমের অধিবাসী ৪৭ বছর বয়সী এ নারী স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হতে চলেছেন।

গত এক দশক ধরে রয়টার্সকে নেতৃত্ব দেয়ার পর চলতি মাসে অবসরে যাচ্ছেন অ্যাডলার। তার অধীনে সংস্থাটি পুলিৎজার পুরস্কারসহ সাংবাদিকতায় শত শত সম্মাননা অর্জন করেছে। সফলতার সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়ে রয়টার্সের প্রধান সম্পাদকের পদে বসতে চান গ্যালোনি।

পুলিশের হাতে হত্যা: বিক্ষোভে উত্তাল মিনেসোটায় ফের সংঘর্ষ, ধরপাকড়পুলিশের হাতে ‘ভুলক্রমে’ এক কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার প্রতিবাদে সোমবার রাতেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ও ধরপাকড় হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে। এদিন মিনিয়াপোলিস শহর থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত ৪০ জনকে। খবর বিবিসির।

Advertisement

জানা যায়, রাতে মিনেসোটার ব্রুকলিন সেন্টার এলাকায় কারফিউ অমান্য করেই রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। একপর্যায়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। জবাবে পুলিশও ফ্ল্যাশ গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বাংলাদেশের গরিবরা খেতে না পেয়ে ভারতে আসে : অমিত শাহবাংলাদেশে সীমান্তবর্তী এলাকার গরিব লোকেরা ঠিকমতো খেতে পাচ্ছে না বলেই ভারতে অনুপ্রবেশ করছে বলে দাবি করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার কলকাতার দৈনিক আন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, গত ১০-১৫ বছরে বাংলাদেশে ব্যাপক আর্থিক উন্নয়ন হয়েছে। তারপরও কেন লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে? জবাবে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যেকোনও পিছিয়ে-পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটি প্রথমে কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়, গরিবদের কাছে নয়। বাংলাদেশে এখন সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সেই কারণেই অনুপ্রবেশ চলছে।

তাইওয়ানের আকাশে একসঙ্গে চীনের ২৫টি যুদ্ধবিমানতাইওয়ানের আকাশসীমায় গত সোমবার একসঙ্গে অন্তত ২৫টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান তাইওয়ানের ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে।

ভারতে টানা তিনদিন দেড় লক্ষাধিক করোনা রোগী শনাক্তভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। অবস্থা এতই খারাপ যে টানা তিনদিন দেড় লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন। এসময়ে মৃত্যু হয়েছে আরও ৮৭৯ জনের।

ইতোমধ্যে ব্রাজিলকে টপকে মোট আক্রান্তের দিকে দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন আর মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৫৮ জন।

সাগরে ১০ লাখ টন দূষিত পানি ফেলবে জাপানফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে ১০ লাখ টন দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বিষয়টির তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং জলবায়ু বিষয়ক সংস্থাগুলো। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আগামী দুই বছরের মধ্যে এই দূষিত পানি নির্গমন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। আর জাপান সরকার বলছে, পুরো প্রক্রিয়া শেষ হতে লেগে যাবে কয়েক দশক।

ইউরোপীয় ইউনিয়নের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে পারে ইরানইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার হয়েছে। এতে তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরান সব ধরনের আলোচনা বাতিল করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইরানের আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মমতার নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞাপ্ররোচনামূলক মন্তব্য করে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে আগামী ২৪ ঘণ্টা তৃণমূল এই নেত্রীর নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো প্রচারণা করতে পারবেন না তৃণমূল এই নেত্রী।

গত ৩ এপ্রিল তারকেশ্বরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। তিনি বলেন, ‘সংখ্যালঘু ভাই-বোনদের কাছে হাতজোড় করে একটা কথা বলব, বিজেপির টাকা নিয়ে ভোট দেবেন না। ওরা সাম্প্রদায়িক কথা বলে। বিজেপি টাকা নিয়ে বেরিয়েছে যাতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়। মনে রাখবেন, বিজেপি আসলে দুর্ভোগ আপনাদের বেশি, এটা মাথায় রাখবেন।’

কেএএ/এএসএম