দেশকে অস্থিতিশীল করতে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আমিতো গত ৭-৮ মাস ধরেই বলে আসছিলাম দেশকে ধ্বংসের জন্য নানা কূটকৌশল করা হচ্ছে। কিন্তু আল্লাহর রহমত আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। সব ধরনের ষড়যন্ত্রকে মোকাবিলা করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
এমপি শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এখনও পর্যন্ত মহিলা জেলা প্রশাসক (ডিসি) আসেনি। সদর ইউএনও নাহিদা বারিক ভালো অফিসার ও ভালো মানুষ। আমার বিশ্বাস তিনি পদোন্নতি পেয়ে নারায়ণগঞ্জের প্রথম নারী ডিসি হয়ে আসবেন।
ইউএনও নাহিদা প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনাকালীন নাহিদা বারিক দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন। গভীর রাতেও তিনি মানুষের সেবায় ঘরের বাইরে থাকতেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমাণ লাইব্রেরির ব্যবস্থা করে দিয়েছেন। প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলাধুলার সরঞ্জামসহ গান শেখার হারমোনিয়াম, তবলা দিয়েছেন। বিভিন্ন গার্মেন্ট কারখানায় নারী ও পুরুষ শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষার সুব্যবস্থা করে দিয়েছেন। গর্ভবতী মায়েদের ফ্রিতে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য সাতটি ইউনিয়ন পরিষদে “মায়ের ডাক” নামে সাতটি আধুনিক ভ্যান গাড়ি দিয়েছেন।’
Advertisement
নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘মানুষের কিসের এতো বাহাদুরি? চারদিকে কত কমবয়সী মানুষ মারা যাচ্ছে। এই যে কথা বলছি, এখন যদি আল্লাহর হুকুম হয় তাহলে চলে যেতে হবে। তাই কিসের এতো অহংকার? আসুন মানুষের জন্য ভালো কাজ করি। ভালো কাজ মানুষকে আমরণ বাঁচিয়ে রাখে।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১৮ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে নাহিদা বারিককে জননিরাপত্তা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়।
শাহাদাত হোসেন/এসআর/এমকেএইচ
Advertisement