সিরিয়ায় আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিমান হামলায় যোগ দেবে বলে জানিয়েরেছন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। খবর আলজাজিরার।আলজাজিরার এক প্রতিবেদনে জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্যারিস আক্রমণের বিষয়টি তুলে ধরে সিরিয়ায় আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ব্রিটিশ পার্লামেন্টে চাপ সৃষ্টির চেষ্টা করবেন বলে জানিয়েছেন।এ বিষয়ে ক্যামেরুন বলেন, ‘নিরাপদ স্বর্গ’ গঠনে আমাদের অবশ্যই সিরিয়ার আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া জোটে অন্তর্ভুক্ত হতে হবে। এ বিষয়ে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।ডেভিড ক্যামেরুন বৃহস্পতিবার এক বিবৃতিতে আরও বলেন, কোনো রকম পূর্ব চুক্তি ছাড়াই এই মুহূর্তে আইএসের বিরুদ্ধে আমাদের বিমান হামলা করা উচিত।প্রসঙ্গত, ১৩ নভেম্বর প্যারিস হামলায় ১৩০ জন নিহত হন। ওই হামলার পর সোমবার নিরাপত্তার বিষয় নিয়ে ফ্রান্সে বৈঠকে বসেন ডেভিড ক্যামেরুন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।এসকেডি/পিআর
Advertisement