সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ইয়াছিন আকরাম আরাফাত (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি পৌর এলাকার চন্নাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াছিন আকরাম ওই এলাকার আব্দুল আলীর ছেলে।
এর আগে গত ৯ এপ্রিল ইয়াছিন আকরাম আরাফাতকে আসামি করে মামলা দায়ের করেন নাজিম উদ্দিন নামের স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী।
Advertisement
মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, রাজধানী ঢাকার একটি মাদরাসার ছাত্র ইয়াছিন আকরাম আরাফাত। তিনি তার ফেসবুক আইডি ব্যবহার ‘ইসলামের সৈনিক’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও কথা শোনেননি। পরে থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ইয়াছিন আকরাম আরাফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে তাকে গাজীপুর আদালতে হস্তান্তর করা হয়।
এসআর/জিকেএস
Advertisement