খেলাধুলা

টেস্টে ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো দ. আফ্রিকা

ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অনাকাঙ্খিত এক রেকর্ড গড়লো সফরকারী দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের স্পিন জাদুতে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।ফলে টেস্ট দলগুলোর মধ্যে লংগার ভার্সনে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জা পেতে হলো প্রোটিয়াদের। অবশ্য এর আগে ২০০৬ সালে নিজ মাঠে ভারতের বিপক্ষে একবার ৮৪ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা।বৃহস্পতিবার রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের পর অপর দুই স্পিনার রবিন্দ্র জাদেজা ও অমিত মিশ্র ২টি করে মোট চার উইকেট শিকার করলে হাশিম আমলার নেতৃত্বাধীন দলটি লজ্জায় পড়ে।টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়া সাত ইনিংস :দেশ                           স্কোর     সাল       ভেন্যুদক্ষিণ আফ্রিকা               ৭৯      ২০১৫      নাগপুরশ্রীলংকা                       ৮২     ১৯৯০       চন্ডিগড়অস্ট্রেলিয়া                    ৮৩     ১৯৮১       মেলবোর্নদক্ষিণ আফ্রিকা               ৮৪     ২০০৬       জোহানেসবার্গবাংলাদেশ                     ৯১      ২০০০       ঢাকাঅস্ট্রেলিয়া                    ৯৩      ২০০৪       মুম্বাইনিউজিল্যান্ড                  ৯৪       ১৯৯১       হ্যামিলটনবিএ

Advertisement